Ambala Foundation Job Circular 2024 Job Online Application Process

Ambala Foundation, a non-profit and non-political voluntary organization, has been working in Bangladesh since 1994 with over one million people, their families and communities at the grass root to national level in the field of microfinance, human rights, governance, health, education, water and sanitation, income generation, environment, women and children development, cross cultural communication etc. Radio Bikrampur is a creative initiative of Ambala Foundation

You know  https://jobsholders.com published all jobs circular. Ambala Foundation job circular publish now. Those Who wants to join this requirement can apply on this circular. We publish all information of this job. We publish Ambala Foundation Job circular on our website. And get more gov and non-govt job circular in Bangladesh on our website.

Post Name: শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

Vacancy: N/A

Published on: 19 Jan, 2024 Application Deadline: 19 Feb 2024
Salary: Negotiable Location: Anywhere in Bangladesh

Description

আম্বালা ফাউন্ডেশন MRA (স্বারক নং: ০০৩৫০-০১৩০৮-০০০৮৬) কর্তৃক অনুমোদিত একটি স্বনামধন্য MFI সংস্থা PKSF ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্মএলাকার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনবল প্রয়োজন। এরই প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদেরকে নিম্নে বর্ণিত পদসমূহে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।
N/A


Compensation & Other Benefits

  • শিক্ষানবিশকালে- ৩৪,৬০০/- এবং স্থায়ীকরণের পর ৪১,৭৬০/- টাকা। এছাড়াও প্রতিমাসে মোটরসাইকেল মেইনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুবিধা। বছরে ০৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ০৩টি গ্রাচুইটি, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি ০২ দিন, অর্র্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদপূর্তীতে চাকুরীকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত ১,০০০/- টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয়। এছাড়াও প্রতিমাসে মোটরসাইকেল মেইনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুবিধা।

Employment Status

Full-time

Education
  • স্নাতক/স্নাতকোত্তর
Experience
  • 1 to 5 years
Additional Requirements
  • Age at most 40 years
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ০১ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরিক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই।
  • আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
  • অভিজ্ঞ প্রার্থীদের বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক।
  • ২০,০০০/- (বিশ হাজার) টাকা জামানত (লভ্যাংশ সহফেরৎযোগ্য) জমা দিতে হবে।
  • জামিনদারের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে।

Jobs Source: online

Apply Instruction

আবেদনকারীকে সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে (মূল সনদপত্র জমা রাখা হয় না)। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী শাখা ব্যবস্থাপক পদে প্রার্থীদের ২০,০০০/- (বিশ হাজার) টাকা জামানত (লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জমা দিতে হবে এবং জামিনদারের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে।

Hard Copy

আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা (মার্কসীট ও সার্টিফিকেটের কপি) ও অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোন প্রমানপত্রের কপি, জাতীয় পরিচয় পত্রের কপি এবং ০১ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবিসহ আবেদন পাঠাতে হবে। আবেদনের প্রেরণের ঠিকানা# বাড়ী: ৬২, ব্লক: ক, পিসি-কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা।

Company Information

Ambala Foundation

Application Procedure for Ambala Foundation

To apply for those circular applicants needs to collect application form and send it to their address after that, Applicants need to get the application form and have to fill up with all the requirements with the exam fee of of first post and others posts fee the payment will have to pay by the system they asked for within the deadline  2024. Otherwise it will be not applicable. Applicants need to send their from with 3 passport size photography and their educational certificates. After successfully applying the task they need to attend in the examination. And they have to select by the exam result. The conditions and details will be available the circular file.

Ambala Foundation Job Circular 2024

To make career at the office of Ambala Foundation applicants should apply for the job circular within the deadline they gave in their notice. The applicants requirements have given in the circular here. Read the job recruitment notice very carefully to apply for the job. To find every Ambala Foundation job circular stay connected with our Facebook page and keep visiting our web page at bestbdjob.com. We always try to give you people all the 100% correct job news and notices. You guys can faith on us. Thank for being here.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button