গরিব নয়, দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার : রিজভী

করোনাভাইরাসের কারণে দেশে চলমান সরকারি ছুটির কারণে কর্মহীন গরিব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘আজকে সারা দেশে করোনাভাইরাসের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা দেখছি, সরকার এগিয়ে আসছে না। তারা নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে।’

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধোলাইখাল এলাকায় গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার কারণে সারা দেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায়, তারা খাবার খুঁজছেন। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। এই দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। আর সরকারি দলের মেম্বার চেয়ারম্যানরা ত্রাণের চাল, ডাল ও তেল চুরি করছে। গরিব মানুষের জন্য সরকার কিছুই করছে না বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে। এইটা কী একটা জনকল্যাণমূলক সরকারের চরিত্র? সরকার তো এই মুহূর্তে নেমে আসবে যাতে প্রতিটি মানুষ কিছু পায়। তাদের যাতে পেট ভরে।’

তিনি বলেন, ‘কিন্তু নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার। এভাবে চলতে পারে না। আজকে সব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল একসঙ্গে কর্মহীন গরিব মানুষের পাশে দাঁড়ানো। সেটা হয়নি। করোনায় ভয় পেলে হবে না। বরং সবাইকে এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে।’

রিজভী বলেন, ‘বিএনপির লোকেরা পকেটের টাকায় গরিব মানুষকে ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার বাধা দেয়। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেফতার করুক আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকব। রমজান মাসেও গরিব মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

এ সময় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

# দেশ আক্রান্ত মৃত সুস্থ
বাংলাদেশ ৪,৬৮৯ ১৩১ ১১২
মার্কিন যুক্তরাষ্ট্র ৯,২৫,৭৫৮ ৫২,২১৭ ১,১০,৪৩২
স্পেন ২,১৯,৭৬৪ ২২,৫২৪ ৯২,৩৫৫
ইতালি ১,৯২,৯৯৪ ২৫,৯৬৯ ৬০,৪৯৮
ফ্রান্স ১,৬৫,০২৭ ২২,২৪৫ ৪৩,৪৯৩
১০ জার্মানি ১,৫৪,৯৯৯ ৫,৭৬০ ১,০৯,৮০০
১১ যুক্তরাজ্য ১,৪৩,৪৬৪ ১৯,৫০৬ ৩৪৪
১৩ তুরস্ক ১,০৪,৯১২ ২,৬০০ ২১,৭৩৭
১৪ ইরান ৮৮,১৯৪ ৫,৫৭৪ ৬৬,৫৯৯
১৫ চীন ৮২,৮১৬ ৪,৬৩২ ৭৭,৯৯৪
১৬ রাশিয়া ৬৮,৬২২ ৬১৫ ৫,৫৬৮
১৭ ব্রাজিল ৫৪,০৪৩ ৩,৭০৪ ২৭,৬৫৫
১৮ কানাডা ৪৪,৮৫৬ ২,৩০২ ১৫,৪৬৯
১৯ বেলজিয়াম ৪৪,২৯৩ ৬,৬৭৯ ১০,১২২
২০ নেদারল্যান্ডস ৩৬,৫৩৫ ৪,২৮৯ ২৫০
২২ সুইজারল্যান্ড ২৮,৬৭৭ ১,৫৮৯ ২১,০০০
২৩ ভারত ২৪,৫৩০ ৭৮০ ৫,৪৯৮
২৪ পর্তুগাল ২২,৭৯৭ ৮৫৪ ১,২২৮
২৫ ইকুয়েডর ২২,৭১৯ ৫৭৬ ১,৩৬৬
২৬ পেরু ২১,৬৪৮ ৬৩৪ ৭,৪৯৬
২৭ আয়ারল্যান্ড ১৮,১৮৪ ১,০১৪ ৯,২৩৩
২৮ সুইডেন ১৭,৫৬৭ ২,১৫২ ১,০০৫
২৯ সৌদি আরব ১৫,১০২ ১২৭ ২,০৪৯
৩০ অস্ট্রিয়া ১৫,০৭১ ৫৩০ ১১,৮৭২
৩১ ইসরায়েল ১৫,০৫৮ ১৯৪ ৬,০০৩
৩২ মেক্সিকো ১২,৮৭২ ১,২২১ ৭,১৪৯
৩৩ জাপান ১২,৮২৯ ৩৪৫ ১,৫৩০
৩৪ চিলি ১২,৩০৬ ১৭৪ ৬,৩২৭
৩৫ সিঙ্গাপুর ১২,০৭৫ ১২ ৯৫৬
৩৬ পাকিস্তান ১১,৯৪০ ২৫৩ ২,৭৫৫
৩৭ পোল্যান্ড ১০,৮৯২ ৪৯৪ ১,৯৪৪
৩৮ দক্ষিণ কোরিয়া ১০,৭১৮ ২৪০ ৮,৬৩৫
৩৯ রোমানিয়া ১০,৪১৭ ৫৬৭ ২,৮১৭
৪০ সংযুক্ত আরব আমিরাত ৯,২৮১ ৬৪ ১,৭৬০
৪১ বেলারুশ ৮,৭৭৩ ৬৩ ১,১২০
৪২ কাতার ৮,৫২৫ ১০ ৮০৯
৪৪ ইন্দোনেশিয়া ৮,২১১ ৬৮৯ ১,০০২
৪৫ ডেনমার্ক ৮,২১০ ৪০৩ ৫,৫২৬
৪৬ ইউক্রেন ৭,৬৪৭ ১৯৩ ৬০১
৪৭ সার্বিয়া ৭,৪৮৩ ১৪৪ ১,০৯৪
৪৮ নরওয়ে ৭,৪৬৩ ১৯৯ ৩২
৪৯ চেক প্রজাতন্ত্র ৭,২৭৩ ২১৪ ২,৩৭১
৫০ ফিলিপাইন ৭,১৯২ ৪৭৭ ৭৬২
৫১ অস্ট্রেলিয়া ৬,৬৯২ ৮০ ৫,৩৫৭
৫২ ডোমিনিকান আইল্যান্ড ৫,৭৪৯ ২৬৭ ৭৬৩
৫৩ মালয়েশিয়া ৫,৬৯১ ৯৬ ৩,৬৬৩
৫৪ পানামা ৫,৩৩৮ ১৫৪ ৩১৯
৫৫ কলম্বিয়া ৪,৮৮১ ২২৫ ১,০০৩
৫৬ ফিনল্যাণ্ড ৪,৩৯৫ ১৭৭ ২,৫০০
৫৭ দক্ষিণ আফ্রিকা ৪,২২০ ৭৯ ১,৪৭৩
৫৮ মিসর ৪,০৯২ ২৯৪ ১,০৭৫
৫৯ মরক্কো ৩,৭৫৮ ১৫৮ ৪৮৬
৬০ লুক্সেমবার্গ ৩,৬৯৫ ৮৫ ৩,০০৭
৬১ আর্জেন্টিনা ৩,৬০৭ ১৭৬ ৯৭৬
৬২ আলজেরিয়া ৩,১২৭ ৪১৫ ১,৪০৮
৬৩ মলদোভা ৩,১১০ ৮৪ ৭৫৫
৬৪ থাইল্যান্ড ২,৯০৭ ৫১ ২,৫৪৭
৬৫ কুয়েত ২,৬১৪ ১৫ ৬১৩
৬৬ বাহরাইন ২,৫১৮ ১,১১৩
৬৭ গ্রীস ২,৪৯০ ১৩০ ৫৭৭
৬৮ হাঙ্গেরি ২,৪৪৩ ২৬২ ৪৫৮
৬৯ কাজাখস্তান ২,৪১৬ ৪৮৯ ৬০৪
৭০ ক্রোয়েশিয়া ২,০০৯ ৫১ ৯৮২
৭১ উজবেকিস্তান ১,৮০৪ ৬২১
৭২ ওমান ১,৭৯০ ১০ ৩২৫
৭৩ আইসল্যান্ড ১,৭৮৯ ১০ ১,৫৪২
৭৪ ইরাক ১,৭০৮ ৮৬ ১,২০৪
৭৫ এস্তোনিয়া ১,৬০৫ ৪৬ ২০৬
৭৬ আর্মেনিয়া ১,৫৯৬ ২৭ ৭২৮
৭৭ আজারবাইজান ১,৫৯২ ২১ ১,০১৩
৭৮ নিউজিল্যান্ড ১,৪৬১ ১৮ ১,১১৮
৭৯ ক্যামেরুন ১,৪৩০ ৪৩ ৬৬৮
৮০ বসনিয়া ও হার্জেগোভিনা ১,৪২১ ৫৫ ৫৩৮
৮১ লিথুনিয়া ১,৪১০ ৪০ ৪৩০
৮২ স্লোভেনিয়া ১,৩৭৩ ৮০ ২১১
৮৩ স্লোভাকিয়া ১,৩৬০ ১৭ ৩৫৫
৮৪ আফগানিস্তান ১,৩৫১ ৪৩ ১৮৮
৮৫ উত্তর ম্যাসেডোনিয়া ১,৩২৬ ৫৭ ৩৩৭
৮৬ কিউবা ১,২৮৫ ৪৯ ৪১৬
৮৭ ঘানা ১,২৭৯ ১০ ১৩৪
৮৮ বুলগেরিয়া ১,২৩৪ ৫৪ ১৯৭
৮৯ নাইজেরিয়া ১,০৯৫ ৩২ ২০৮
৯০ আইভরি কোস্ট ১,০৭৭ ১৪ ৪১৯
৯১ হংকং ১,০৩৬ ৭২৫
৯২ জিবুতি ৯৯৯ ৩৩০
৯৩ গিনি ৯৫৪ ১৯১
৯৪ তিউনিশিয়া ৯২২ ৩৮ ১৯৪
৯৫ বলিভিয়া ৮০৭ ৪৪ ৫৪
৯৬ সাইপ্রাস ৮০৪ ১৪ ৯৮
৯৭ লাটভিয়া ৭৮৪ ১২ ২৬৭
৯৮ এনডোরা ৭৩১ ৪০ ৩৪৪
১০০ ডায়মন্ড প্রিন্সেস (প্রমোদ তরী) ৭১২ ১৩ ৬৪৫
১০১ লেবানন ৬৯৬ ২২ ১৪০
১০২ কোস্টারিকা ৬৮৭ ২১৬
১০৩ নাইজার ৬৮১ ২৪ ২৮৯
১০৪ আলবেনিয়া ৬৭৮ ২৭ ৩৯৪
১০৫ কিরগিজস্তান ৬৬৫ ৩৪৫
১০৬ বুর্কিনা ফাঁসো ৬২৯ ৪১ ৪২৫
১০৭ হন্ডুরাস ৫৯১ ৫৫ ৫৮
১০৮ উরুগুয়ে ৫৬৩ ১২ ৩৬৯
১০৯ সেনেগাল ৫৪৫ ২৬২
১১০ চ্যানেল আইল্যান্ড ৫২৩ ৩৪ ২৯৫
১১১ সান ম্যারিনো ৫১৩ ৪০ ৬৪
১১২ ফিলিস্তিন ৪৮৪ ৯২
১১৩ মালটা ৪৪৭ ২২৩
১১৪ জর্জিয়া ৪৪৪ ১৩২
১১৫ জর্ডান ৪৪১ ৩২৬
১১৬ গুয়াতেমালা ৪৩০ ১১ ৩০
১১৭ তাইওয়ান ৪২৮ ২৬৪
১১৮ শ্রীলংকা ৪২০ ১০৯
১১৯ রিইউনিয়ন ৪১২ ৩০০
১২০ ড্যানিশ রিফিউজি কাউন্সিল ৩৯৪ ২৫ ৪৮
১২১ মায়োত্তে ৩৫৪ ১৪৪
১২২ কেনিয়া ৩৩৬ ১৪ ৯৪
১২৩ মরিশাস ৩৩১ ২৮৫
১২৪ সোমালিয়া ৩২৮ ১৬
১২৫ মালি ৩২৫ ২১ ৮৭
১২৬ মন্টিনিগ্রো ৩১৯ ১২৩
১২৭ ভেনেজুয়েলা ৩১৮ ১০ ১৩২
১২৮ আইল অফ ম্যান ৩০৮ ১৮ ২৩০
১২৯ তানজানিয়া ২৯৯ ১০ ৪৮
১৩০ জ্যামাইকা ২৮৮ ২৮
১৩১ ভিয়েতনাম ২৭০ ২২৫
১৩২ এল সালভাদর ২৬১ ৭২
১৩৩ প্যারাগুয়ে ২২৩ ৭৮
১৩৪ ইকোয়েটরিয়াল গিনি ২১৪
১৩৫ কঙ্গো ২০০ ১৯
১৩৬ ফারে আইল্যান্ড ১৮৭ ১৭৮
১৩৭ রুয়ান্ডা ১৭৬ ৮৭
১৩৮ সুদান ১৭৪ ১৬ ১৪
১৩৯ গ্যাবন ১৭২ ২৬
১৪০ মার্টিনিক ১৭০ ১৪ ৭৭
১৪১ গুয়াদেলৌপ ১৪৯ ১২ ৮২
১৪২ মায়ানমার ১৪৪
১৪৩ ব্রুনাই ১৩৮ ১২০
১৪৪ জিব্রাল্টার ১৩৩ ১৩১
১৪৫ মালদ্বীপ ১২৯ ১৬
১৪৬ কম্বোডিয়া ১২২ ১১৭
১৪৭ মাদাগাস্কার ১২২ ৬১
১৪৮ ইথিওপিয়া ১১৭ ২৫
১৪৯ লাইবেরিয়া ১১৭ ২৫
১৫০ ত্রিনিদাদ ও টোবাগো ১১৫ ৪৮
১৫১ ফ্রেঞ্চ গায়ানা ১১১ ৮৭
১৫২ আরুবা ১০০ ৬৯
১৫৩ বারমুডা ৯৯ ৩৯
১৫৪ মোনাকো ৯৪ ৪১
১৫৫ টোগো ৯০ ৫৯
১৫৬ কেপ ভার্দে ৮৮
১৫৭ জাম্বিয়া ৮৪ ৩৭
১৫৮ সিয়েরা লিওন ৮২ ১০
১৫৯ লিচেনস্টেইন ৮১ ৫৫
১৬০ বার্বাডোস ৭৭ ৩১
১৬১ উগান্ডা ৭৫ ৪৬
১৬২ বাহামা ৭৩ ১১ ১৫
১৬৩ গায়ানা ৭৩ ১২
১৬৪ সিন্ট মার্টেন ৭৩ ১২ ২২
১৬৫ হাইতি ৭২
১৬৬ কেম্যান আইল্যান্ড ৭০
১৬৭ মোজাম্বিক ৬৫ ১২
১৬৮ লিবিয়া ৬১ ১৮
১৬৯ ফ্রেঞ্চ পলিনেশিয়া ৫৭ ৪১
১৭০ বেনিন ৫৪ ২৭
১৭১ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ৫৪
১৭২ গিনি বিসাউ ৫২
১৭৩ নেপাল ৪৯ ১১
১৭৪ ম্যাকাও ৪৫ ২৭
১৭৫ সিরিয়া ৪২
১৭৬ চাদ ৪০
১৭৭ ইরিত্রিয়া ৩৯ ১১
১৭৮ সেন্ট মার্টিন ৩৮ ২৪
১৭৯ মঙ্গোলিয়া ৩৭ ১১
১৮০ ইসওয়াতিনি ৩৬ ১০
১৮১ মালাউই ৩৩
১৮২ জিম্বাবুয়ে ২৯
১৮৩ অ্যাঙ্গোলা ২৫
১৮৪ অ্যান্টিগুয়া ও বার্বুডা ২৪ ১১
১৮৫ পূর্ব তিমুর ২৪
১৮৬ বতসোয়ানা ২২
১৮৭ লাওস ১৯
১৮৮ নিউ ক্যালেডোনিয়া ১৮ ১৭
১৮৯ ফিজি ১৮ ১০
১৯০ বেলিজ ১৮
১৯১ ডোমিনিকা ১৬ ১০
১৯২ নামিবিয়া ১৬
১৯৩ কিউরাসাও ১৬ ১১
১৯৪ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ১৬ ১০
১৯৫ সেন্ট লুসিয়া ১৫ ১৫
১৯৬ গ্রেনাডা ১৫
১৯৭ সেন্ট কিটস ও নেভিস ১৫
১৯৮ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন আইল্যান্ড ১৪
১৯৯ ফকল্যান্ড আইল্যান্ড ১৩ ১১
২০০ গ্রীনল্যাণ্ড ১১ ১১
২০১ সিসিলি ১১
২০২ মন্টসেরাট ১১
২০৩ নিকারাগুয়া ১১
২০৪ টার্কস্ ও কেইকোস আইল্যান্ড ১১
২০৫ বুরুন্ডি ১১
২০৬ সুরিনাম ১০
২০৭ গাম্বিয়া ১০
২০৮ জান্ডাম (জাহাজ)
২০৯ ভ্যাটিকান সিটি
২১০ পাপুয়া নিউ গিনি
২১১ মৌরিতানিয়া
২১২ ভুটান
২১৩ সেন্ট বারথেলিমি
২১৪ পশ্চিম সাহারা
২১৫ ক্যারিবিয়ান নেদারল্যান্ডস
২১৬ দক্ষিণ সুদান
২১৮ এ্যাঙ্গুইলা
২১৯ সেন্ট পিয়ের এন্ড মিকেলন
২২০ ইয়েমেন

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button