Manabik Shahajya Sangstha (MSS) published a Job Circular
Manabik Shahajya Sangstha (MSS) published a Job Circular. Bangladesh Citizen can be applied to this Job Circular. So if you built your career Manabik Shahajya Sangstha (MSS) can apply for this job. We will be given this Jobs all updated information here. Recently Dhaka, Chittagong, Mymensingh, Rangpur, Sylhet,Rajshahi, Khulna and Barishal Devision All Department Job Circular publish.
You know Manabik Shahajya Sangstha (MSS) Circular published now. Those Who wants to join this requirement can be applied by this circular. We also will be published all information of this job. We also will be published Manabik Shahajya Sangstha (MSS) Job and more Got and non-govt job circular in Bangladesh.
Post Name: কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) / Community Development Officer (CDO)
Vacancy: N/A
Published on: 31 Aug, 2024 | Application Deadline: 25 Sep 2024 |
Salary: Negotiable | Location: Anywhere in Bangladesh |
Description
সিডিও হিসেবে যে সকল দায়িত্ব পালন করবেন তা সংক্ষেপে নিম্নে দেয়া হলো:
কেন্দ্র/গ্রুপ তৈরী:
- প্রাথমিক জরিপ কার্য সম্পাদন করা, নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরী করা, উপযুক্ত সদস্য কেন্দ্রে ভর্তি করা।
- সপ্তাহের নির্দিষ্ট দিনে ও সময়ে নিয়মিতভাবে কেন্দ্র মিটিং পরিচালনা করা, কেন্দ্রের প্রতিটি সদস্য’র সচেতনতা বৃদ্ধি-সহ তাদেরকে কেন্দ্রে উপস্থিতির জন্য উদ্বুদ্ধ করা।
সদস্য ভর্তি:
- সার্ভে ফরমেট এ Target people চিহ্নিত করা, ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি করা।
কেন্দ্র মিটিং:
- নিদিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়মিত কেন্দ্র মিটিং পরিচালনা করা এবং দলে/গ্রæপে বসানো, হাজিরা ডাকা, ঋণ ও সঞ্চয় আদায় করা।
- আদায়ের সাথে সাথে Pass book ও Collection Sheet এ সঞ্চয় ও কিস্তি Posting দেয়া, মিটিং শেষে অফিসে ফিরে Accounts এ টাকা জমা দেয়া।
সাধারণ জমা আদায় ও ফেরত:
- সকল সদস্যের নিকট থেকে সাধারণ জমা আদায় নিশ্চিত করা এবং পাশবইয়ে এন্ট্রি নিশ্চিত করা।
- তিন মাস পর পর কেন্দ্রের পাসবই, কালেকশন সীট ও সহকারী খতিয়ানের ব্যালেন্সিং করা।
Education
- Bachelor/Honors, Masters
Additional Requirements
- Age 18 to 35 years
- ঢাকা বিভাগ এবং/ অথবা, উত্তরবঙ্গের যেকোন জেলায় অবস্থিত সংস্থার যে কোন কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।
- শিক্ষানবিশকাল ০৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
- MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে ন্যূনতম ০২ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- যোগদানের সময় মা/ বাবা/ আপন ভাই/ বোন/ নিকটতম আত্মীয়কে (০২ জন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
- যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে।
- সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোন কর্ম এলাকায় আপনাকে বদলী করা হতে পারে।
ঋণ প্রস্তাবনা ও অনুমোদন:
- কেন্দ্র মিটিংএ ঋণের আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সদস্য, সদস্যের অভিভাবক, গ্রুপ চেয়ারম্যান ও কেন্দ্র প্রধানের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে ঋণ প্রস্তাব সংগ্রহ করা।
ঋণ বিতরণ বিষয়ক:
- ঋণ প্রদানের পর সদস্যর ঋণের যথাযথ ব্যবহার তদারকি ও নিশ্চিত করা।
- ঋণ বিতরণের পূর্বের দিন ঋণ সংক্রান্ত সকল কাগজ পত্র প্রস্তুত করে হিসাবরক্ষকের নিকট বুঝিয়ে দেওয়া।
ঋণ আদায়:
- কেন্দ্র মিটিংএ শৃঙ্খলা বজায়ের মাধ্যমে ঋণ ও সঞ্চয় পাশবই ও কালেকশন সীটে এন্ট্রিসহ কিস্তি ও সঞ্চয় আদায় করা এবং তা আদায় বিবরণী সীটে নির্ভূভভাবে এন্ট্রি দেওয়া।
- আদায় সীট সংক্রান্ত:
- সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে ঋণ, সঞ্চয় এবং বিভিন্ন ফান্ড ও তহবিলের ব্যালেন্স মিলিয়ে নেয়া।
কর্মস্থল: সংস্থার যেকোন শাখা অফিস
Compensation & Other Benefits
মাসিক বেতন: শিক্ষানবিশকালে ২২,০০০-২৩,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন-কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।
- উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন-বৃদ্ধি
- প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল
- মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে)/ ভ্রমণ ভাতা
- চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Anywhere in Bangladesh
Read Before Apply
উল্লেখ্য, আগ্রহী প্রার্থীগণকে উপরোক্ত সকল তথ্য বিশেষ করে চাকুরীর কর্মস্থল (সংস্থার যে কোন কর্ম এলাকা) এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য মনোযোগ সহকারে পড়ে আবেদনের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।
Apply Procedure
Email your CV
Send your CV to the given email hr@mssbd.org
Manabik Shahajya Sangstha (MSS)
Application Procedure for Manabik Shahajya Sangstha (MSS)
To apply for those circular applicants needs to collect application form and send it to their address after that, Applicants need to get the application form and have to fill up with all the requirements with the exam fee of of first post and others posts fee the payment will have to pay by the system they asked for within the deadline 2024. Otherwise it will be not applicable. Applicants need to send their from with 3 passport size photography and their educational certificates. After successfully applying the task they need to attend in the examination. And they have to select by the exam result. The conditions and details will be available the circular file.[ads1]
Manabik Shahajya Sangstha (MSS) Job Circular 2024
To make career at the office of Manabik Shahajya Sangstha (MSS) applicants should apply for the job circular within the deadline they gave in their notice. The applicants requirements have given in the circular here. Read the job recruitment notice very carefully to apply for the job. To find every Manabik Shahajya Sangstha (MSS) job circular stay connected with our Facebook page and keep visiting our web page at https://jobsholders.com/. We always try to give you people all the 100% correct job news and notices. You guys can faith on us. Thank for being here.[ads1]