Credit Officer All Job Circular

Development Initiative for Social Advancement (DISHA) Job Circular 2022 has published from its official website and bd jobs portal website. Their authority new vacancy notice. career opportunity. admit card download. exam result at https://jobsholders.com. Non-government bank jobs are very attractive jobs here for all unemployed people. Development Initiative for Social Advancement (DISHA) jobs convert to an image file.

You know  https://jobsholders.com published all jobs circular. Development Initiative for Social Advancement (DISHA) job circular publish now. Those Who wants to join this requirement can apply on this circular. We publish all information of this job. We publish Development Initiative for Social Advancement (DISHA) Job circular on our website. And get more gov and non-govt job circular in Bangladesh on our website.

Post Name:

ক্রেডিট অফিসার (গ্রেড-০১)-300

ক্রেডিট অফিসার (গ্রেড-০২)- Post: 300

Published on: 03 Dec, 2023

Application Deadline: 24 Dec, 2023

Vacancy: 600

Description

    ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৬-০০৪৮০-০০০২৪) বিগত ৩০ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের ১৯ টি জেলায় ১০২ টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্ষুদ্রঋণ এর পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে `আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক/ব্যবসায়ীদের উন্নয়নে ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলাপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন মূলক কারিগরি শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসনসহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসুচী ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে”। বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের উক্ত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্টির মধ্যে ঋণ বিতরন, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

Job Responsibilities

    N/A

Employment Status

Full-time

Educational Requirements

  • স্নাতক/সমমান

Additional Requirements

  • Age 24 to 35 years

Job Location

বাংলাদেশের যেকোনো স্থানে

Salary

  • Tk. 18000 – 25400 (Monthly)
  • প্রশিক্ষণকাল ১ মাস: ১৮০০০ শিক্ষানবীশ কাল ৬ মাস: ২০৫০০ ৬ মাস পর স্থায়ীকরণ হলে: ২৫৪০০
  • Tk. 17000 – 24140 (Monthly)
  • প্রশিক্ষণকাল ১ মাস: ১৭০০০ শিক্ষানবীশ কাল ৬ মাস: ১৯৫০০ ৬ মাস পর স্থায়ীকরণ হলে: ২৪১৪০

Compensation & Other Benefits

  • সংস্থায় কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫(পাঁচ) বছর পর থেকে গ্রাচ্যুইটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল,বাই-সাইকেল/মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা,স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলীকালীন পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)।

Jobs Source: online

Apply Instruction

নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে।
যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ প্রার্থীদের ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিতে হবে।
যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন।
কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই।
বি:দ্র: নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষন করে। “বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.disabd.org তে দেখা যাবে”।

*Photograph must be enclosed with the resume.

Apply Procedure

আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ২৪.১২.২০২৩ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্ল¬বী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

Company Information

Development Initiative for Social Advancement (DISHA)

Application Procedure for Development Initiative for Social Advancement (DISHA)

To apply for those circular applicants needs to collect application form and send it to their address after that, Applicants need to get the application form and have to fill up with all the requirements with the exam fee of of first post and others posts fee the payment will have to pay by the system they asked for within the deadline  2021. Otherwise it will be not applicable. Applicants need to send their from with 3 passport size photography and their educational certificates. After successfully applying the task they need to attend in the examination. And they have to select by the exam result. The conditions and details will be available the circular file.

Development Initiative for Social Advancement (DISHA) Job Circular 2022

To make career at the office of Development Initiative for Social Advancement (DISHA)  applicants should apply for the job circular within the deadline they gave in their notice. The applicants requirements have given in the circular here. Read the job recruitment notice very carefully to apply for the job. To find every Development Initiative for Social Advancement (DISHA) job circular stay connected with our Facebook page and keep visiting our web page at jobsholders.com. We always try to give you people all the 100% correct job news and notices. You guys can faith on us. Thank for being here.

Related Articles

Back to top button