Non Gov. Job Circular 2019

Recently Non Gov. Job Circular 2019. Bangladesh Citizen can be applied to this Job Circular. So if you built your career Non Gov. Job Circular 2019 can apply for this job. We will be given this Jobs all updated information here. Recently Dhaka, Chittagong, Mymensingh, Rangpur, Sylhet,Rajshahi, Khulna and Barishal  Devision All Department Job Circular publish.

You know https://jobholders24.com/ published all jobs circular. As a result, Non Gov. Job Circular 2019 published now. Those Who wants to join this requirement can be applied by this circular. We also will be published all information of this job. We also will be published Non Gov. Job Circular 2019 and more Got and non-govt job circular in Bangladesh.

Published on:  02 Feb, 2019

Application Deadline: 10 Feb, 2019

Vacancy: N/A

Description

Educational Qualification: See the circular

Job Nature: Full-time

Age:  see the circular

Jobs Category: 

Job Location: see the circular

Salary Range: Negotiable

Other Benefits: As Company Policy

Jobs Source: online

Apply Instruction

see the circular

আর্থ – সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশন সারাদেশব্যাপী জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে নারী উন্নয়ন, পুষ্টি, স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য, সেলাই, ব্লক বুটিক প্রশিক্ষণ, হাঁস-মুরগী পালন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিজ উপজেলার মধ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশী পুরুষ/ মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম
পদের সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্ব কর্তব্য
বেতন ও অন্যান্য ভাতা
আবেদন প্রক্রিয়া
১। উপজেলা কো-অর্ডিনেটর
৭২
বিএ/সমমান,
নিজ উপজেলার সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ২৬,৮০০/-
২। কর্মসূচী সংগঠক
১১০
এইচএসসি/সমমান,
কর্মসূচী সংগঠক হিসেবে এরিয়া সুপারভাইজার, ইউনিয়ন কর্মকর্তা ও ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ২৩,৮৫০/-
৩। অফিস এক্সিকিউটিভ
১২০
এইচএসসি/এস.এস.সি,
শাখা অফিসের মাসিক প্রতিবেদন ও সকল কাজ পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ১৯,৮০০/-
৪। কম্পিউটার অপারেটর (প্রশিক্ষণপ্রাপ্ত)
১২৮
এইচএসসি/এস.এস.সি,
শাখা অফিসের কম্পিউটার সংক্রান্ত সকল কাজ করতে হবে।
সর্বসাকুল্যে ২১,৬০০/-
৫। ইউনিয়ন কর্মকর্তা
১১৬
এস.এস.সি,/ সমমান
ইউনিয়ন কর্মকর্তা সকল ফিল্ড অফিসারদের পরিচালনা করতে হবে।
সর্বসাকুল্যে ১৮,৮০০/-
৬। ফিল্ড অফিসার
১৭৭
এস.এস.সি / অষ্টম শ্রেণী। ফিল্ড অফিসার, ফিল্ডের দায়িত্ব মোতাবেক সকল কাজ করিতে হইবে।
সর্বসাকুল্যে ১৭,৫০০/-

নিয়মাবলী :

১। আগ্রহী প্রার্থীদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জন্ম সনদ / জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও দরখাস্তে পদের নাম ও মোবাইলনম্বরসহ আগামী ১৫/০২/২০১৯ ইং তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত ই-মেইলে মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।
২। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। সকল পদে পুরুষ / মহিলা ও উপজাতি উভয়ই আবেদন করতে পারবে।
৪। সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থল স্ব-স্ব উপজেলার মধ্যে রাখা হবে এবং টিএ প্রদান করা হবে।
৫। সরাসরি যোগাযোগ / সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
৬। সাক্ষাতকার ও প্রশিক্ষণ নিজ উপজেলায় অনুষ্ঠিত হবে।
৭। সুবিধাসমূহ : নিয়োগ প্রাপ্তদের বাৎসরিক উৎসব ভাতা ও স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।
৮। আগ্রহী প্রার্থীগণ যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারিবেন।
৯। সকল আবেদন পত্র শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে

বি:দ্র: ডাক ও কোরিয়ার এ কোন আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

বরাবর, ব্যবস্থাপনা পরিচালক (মানব সম্পদ ও স্বাস্থ্য বিভাগ), বাংলাদেশ মহিলা উন্নয়ন ফাউন্ডেশন
সকল আবেদন পত্র শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। E-mail: bmufdhaka@gmail.com
প্রধান কার্যালয় : রোড # ৭, বাড়ি # ৪৪৩/৩, ডিওএইচএস বারিধারা, ঢাকা-১২০৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button