করোনাভাইরাস থেকে বাঁচতে যা খাবেন

করোনাভাইরাস থেকে বাঁচতে লড়ছে পুরো বিশ্ব। আমরাও চেষ্টা করছি এ থেকে বাঁচতে। এবার জেনে নিন কোন কোন খাবার কোন খাবার খেলে করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়।

বিটা ক্যারোটিন: উজ্জ্বল রংয়ের ফল, সবজি। যেমন, গাজর, পালংশাক, আম, ডাল ইত্যাদি।

ভিটামিন এ: গাজর, পালংশাক, মিষ্টি আলু, মিষ্টিকুমড়া, জাম্বুরা, ডিম, কলিজা, দুধজাতীয় খাবার।

ভিটামিন ই: কাঠবাদাম, চিনাবাদাম, বাদাম তেল, বিচিজাতীয় ও ভেজিটেবল অয়েল, জলপাইয়ের আচার, সবুজ শাকসবজি ইত্যাদি।

ভিটামিন সি: আমলকী, লেবু, কমলা, সবুজ মরিচ, করলা ইত্যাদি।

পেঁপেতে প্রচুর পেপেন এনজাইম আছে, যা মানুষের পাকস্থলীতে আমিষ হজমে সাহায্য করে। আরও আছে পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন সি। শাক: যেকোনো ধরনের ও রঙের শাক।

মসলা: আদা, রসুন, হলুদ, গোলমরিচ।

Source: https://www.jagonews24.com

Recent Posts

Jobs Offer:

Related Articles

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button