মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড ১৯) মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এই সময়ের মধ্যে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ ৬ এপ্রিল সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্বজুড়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৬ হাজার ৪০৯ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৫৬। ১৮৩ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়েছে।

ঠিক ৪৮ ঘণ্টা আগে বিশ্বজুড়ে ১৮১টি দেশে ১১ লাখ ৩১ হাজার ৭১৩ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ওই সময় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৬০ হাজার ১১৫ জন ব্যক্তি। এই হিসাবে গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার ২৪১ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনো ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। মৃত মানুষের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, আজ ৬ এপ্রিল পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৫ জন। ইতালির পরই বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৫৫ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩২ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৪৩৭ জন। এর পরেই থাকা ফ্রান্সে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৮ হাজার ৯৩ জন, আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮০ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৫৪ জন।

এ ছাড়া যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৫৩ জন, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৪৩ জন। ইউরোপে আক্রান্ত বেশি কিন্তু মৃত্যুর হার কম এমন দেশ হলো জার্মানি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩২ জন ব্যক্তি আর মারা গেছেন ১ হাজার ৫৮৪ জন।

এখন পর্যন্ত ইরানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫০০ জন, দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৭৩৯ জন। আর যে চীনের করোনা ভাইরাসে উৎপত্তি সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬৮৫ জন, মারা গেছেন ৩ হাজার ৩৩৫ জন। গত ৪৮ ঘণ্টায় চীনে নতুন করে ৫ জন মারা গেছে। আর নতুন আক্রান্তের হারও দেশটিতে কমে গেছে।

যুক্তরাষ্ট্রে আজ ৬ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৩৩ জন ব্যক্তি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৬৩৩ জন।

সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। ৬ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ ৭০ হাজার ৯৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। স্পেনে সুস্থ হয়েছেন সাড়ে ৪০ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ৬ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন, আক্রান্ত ১২৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩জন।

Follow Roles
You can protect yourself and help prevent spreading the virus to others if you:
Do Wash your hands regularly for 20 seconds, with soap and water or alcohol-based hand rub
Cover your nose and mouth with a disposable tissue or flexed elbow when you cough or sneeze
Avoid close contact (1 meter or 3 feet) with people who are unwell
Stay home and self-isolate from others in the household if you feel unwell
Don’t Touch your eyes, nose, or mouth if your hands are not clean

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button