Bangla Eid Mubarak SMS 2022 ( Chad rat/Agrim EID Mubarak wishes)

ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি খুব আনন্দের দিন, এবং বাঙালিরাও আলাদা নয়। এই দিনে, লোকেরা বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে দেখা করে এবং অনেকে এসএমএসের মাধ্যমে তাদের প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা পাঠায়। প্রতি বছর, লোকেরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও ঈদের শুভেচ্ছা পোস্ট করে।

আপনি এসএমএসটি কপি করে আপনার মোবাইলের মাধ্যমে বা ফেসবুকে পোস্ট করে আপনার বন্ধুদের ঈদের শুভেচ্ছা পাঠাতে পারেন।

ঈদ মোবারক বাংলা এসএমএস 2022
ঈদ মোবারক
বাংলা এসএমএস
2022

আকাশ গনে চাঁদ কালকে ঈদের দিন
মন ছুটে যায় দূর আকাশে আসে আলো ক্ষীণ
রাজ্য রাজ্যর আভাস আনন্দের সীমা না
এমন একটি আবহাওয়া একলা একাকী থাকতে পারে,
••+++ ঈদ মোবারক +++••

মনে মনে ভরা থাক
সবার পছন্দের ফুটুক হাসি
প্রিয়জন পছন্দের বাড়ি
থাকবে না আর সাথে
দিন গুনে বছর উত্তর
এলো আবার সম্পত্তির
অধিকারে মুখরিত চারিক
***++ ঈদ মোবারক**

মনে মনে ভোর ঠক খুসি
সবর মুখে ফুটুক হাঁসি
প্রয়োজন আসবে বাড়ি
থাকবেনা করর সাথে আরও
দিন গান বোচোর সেসে
এলো আবর খুশীর ঈদ
উৎসব ই মুখোরিতো চারদিক
*** ঈদ মোবারক ***

আকাশে চাঁদ ইসে জানালো হেসে
কাল হোবে ঈদের সকাল
খুশির চোঁদে মন আনন্দে
হাসতে ভরবে দুই গাল
*** ঈদ মোবারক ***

আমি তোমার হৃদয় ওগো তুমি আমার আপন
ঈদের আকাশ হৃদয়ের পরিবেশ দেখা সুখের স্বপন
যতই অনেক আমি ছুটে তোমার কাছে আসি
ঈদে মন থেকে তোমায় শুধু ভালোবাসা।
*** মোবারক ***

ঈদের চাঁদ লুকিয়ে বাতাস ফুরালো রজনী
তোমায় নিয়ে ভাবনা আসে প্রহর শুধু গুনি,
তুমি আমার হৃদয় বন্ধু তুমিই আমার সাধনা
সাজিয়ে রাখা আমার যত ইচ্ছা
*** মোবারক ***

তুমি আমার আমার আঁকা ছবি
ভাবার রজাপ্রসাদে ভাবনার এক কবি,
ঈদের ঈদ ইচ্ছা করে যা বোদা
আপনাকে দেখবো খোদার মদিনা,
দেবো মোনাজাত ফরিয়াদ
দোয়া করে খোদা করো মনের বাসনা
++++ ঈদ মোবারক ++++

স্বাধীন আড়াল হও যদি ব্যথা মনে
চিরদিনের সাঙ্গী তুমি থাকোদিন আমার প্রাণে
মনের যত কথা আছে তোমার কানে
ঈদের অনেক সহজ দেখা আসবো তোমার অনেক
*** মোবারক ***

রেখোনা কোন ভেদাভেদ এলোর দিন
পুরানো দুঃখের কথাগুলো আজ রঙিন
ফুটুক সবার হাসি মুক্তি ঝরুক রাশি রাশি
যে যার প্রিয় আমার প্রশংসা বলো ভালোবাসি
******* ঈদ মোবারক ********

রেখোনা কোন বেদেভেদ এলো খুশির দিন
পুরানো দুঃখ গুলি ভুলে হকনা আজ রঙ্গিন
ফুটুক সবর মুখ হাসি মুক্তো ঝোরুক রাশি রাশি
যে যার প্রযোজন কে প্রাণ খুলে বোলো ভালবাসি
****সুভো ঈদ মোবারক****

ঈদ মোবারক এসএমএস

কার মনে কি আছে কে আর জ্ঞান
আল্লাহ তাআলা সবার মনের কথা
মসজিদে ঈদগাময়দানে
ঈদের নামাজ পড়ব এক মনে মনে
**** মোবারক @@****

কার মনে কি আছে কে আর জানে, আল্লাহ তালা সবর মনের কথা জানে, ঈদের গাঁওতে মিসজিদে মাথে ময়দানে, ইদের নামাজ পরবো সবই এক মনে প্রাণে।
***** ঈদ মোবারক *****

জলের ঈদের ঈদের আগমন
শিশু বুড়ো আর পাড়া পরশী আনন্দ সবার মনে
ইলি মোবারক প্রতিধ্বনি চালু করা চারপাশে
অনেক উচ্ছ্বাস নিয়ে আসে ঈদ মাহে রমজান ভাগ
******* ঈদ মোবারক ********

খুশি সবই ইদের দিনে ইদের আগমোনে, বাচ্ছা বুড়ো আর পাড়া পোরশি আনন্দ সবর মনে, ঈদ মোবারক প্রতিধ্বনি সোনা জয় চারপাসে, এক উচ্ছস নিয়ে আসে ঈদে মাহে রোমজান সেসে।

বছরজুড়ে আজ ঈদ এলো আনন্দে ভরপুর ভুবন
সকলকে জানাই ঈদ মোবারক
*****## শুভ ঈদ *****

গোলাপের চেয়ে সুন্দর তুমি হাসি ভারি কালো
উদাস করে আমকে তোমার ঐ মন দৃষ্টি
বিধাতা হতে গরা তুমি অপরূপ সুন্দরী
চৈত্র বিদায় বেলার এক ফোঁটা ভিডিও
সত্যি করে আমার জন্য
পাহাড়ের ঈদের এক ফলি চাঁদ তুমি আমার মেনর আঙ্গিনায়
** ঈদ মোবারক **

আকাশ গগনে বিশ্ব ভুবনে শব্দের চাঁদের তরী
মনের কানে প্রাণের বাঁধনে এসো প্রেম গড়ি,
হৃদয় পরশে মনের হরষে যা প্রেম নগরীতে
ইদির ভোগে মাতোয়ারা হব রিবো তোমাতে মিশে
ঈদ মোবারক

যে চাঁদ দেয় আলো
সেই চাঁদ ঈদ এলো
ভাবতে আমার লগে ভালো
সরে বিশ্ব তুমি এক জনি
যে আমাকে বাসেভালো
*** ঈদ মোবারক ***

দুঃখের সাথে আরি আমার
চাইনা দেখতে আর ভেজাতে,
চন্দ্র তোমায় খুঁজছি আমি
স্বপ্নগুলোকে সাজাতে,
মহান ঈদের ঈদ চাইবো
রাখতে হাত তোমার হাতে,
*** মোবারক ***

সবার মন আদন্দে ভরে
এলো প্রকৃতির এলো
ত্রিশ দিন রোজার পরে এলো এই দিন
বন্ধু বান্ধব রক্ত ​​বোঁটা দিন
সকলের মনের আশা সম্পূর্ণ
**** মোবারক *****

সবর মন আনন্দে ভোরে গেল
এলো খুশির ঈদ এলো
ত্রিশ দিন রোজার পোরে এলো ই দিন
বন্ধু বান্ধব সবই মিলে ঘুরবো সারাদিন
Sokoler moner Asha purno hok
****** ঈদ মোবারক*****

ঈদুল ফিতর মোবারক 2022 এসএমএস বাংলা

আমি দূরের প্রথিক
করতে তোমায় নিমন্ত্রণ,
দেখা গেছে আসমান চাঁদ
করেছো কি তুমি তা শব্দ!
পাহাড়ের ঈদে এসো তুমি
ঘুরতে আমার বাড়ি,
তোমার জন্য সাজিয়ে দেবো
খাবারারি,
এখন আমার সময়
বন্ধু আমি তাহলে,
কাল অবশ্যই এসো কিন্তু
হৃদয় থাকবে তোমার অপেক্ষায়

সোকলকে জানাই শুভো এইদার নেমন্তরনো ও সুবেচ্ছা,

আকাশের বুকে খুশীর খবর
চাঁদ দেখা,
নোটিশ পাঠানো হয়েছে
শুভ ঈদের বার্তা,
চাঁদ পার্টছে বরাত
সেজেছে নগরী সরক
হৃদয় থেকে তোমায়
**সমস্ত বন্ধুদের ঈদ মোবারক**

বোছোর ঘুরে আজ ঈদ এলো আনন্দ উতসোবে ভোরলো ভুবন
সোকলকে জানাই ঈদ মোবারক ধোনই হোক সুখের জীবন
***** শুভ ঈদ মোবারক *****

সতর্ক অশেষ দয়া রমজানে পাই
ঈদের ছুটির আনন্দ সীমাহীন তাই
ঈদে আসে সকলের নতুন জামা
বিশ্ব দেয় আত্মীয় স্বজন বাবা ও মা
কেউ কেউ শাড়ি চুড়ি নতুন নোলক
হাঁসি হাঁসি বলে ঈদ মোবারক
**** শুভ ঈদ মোবারক ******

আল্লাহোর ওশেশ দোয়া রোমজানে পাই, ঈদের খুশির আনন্দ সিমাহিন তাই, ঈদে আসে সোকলের নাতুন জামা, কেন দে আত্মিয়ো সোজন বাবা ও মা, কেউ নে শারি চুরি নোটুন নোলক, হাঁসি হাঁসি মুখ বোলে ঈদ মোবারক।
****ঈদ মোবারক*****

ঈদের নামাজ পড়ব এক কাতারে শামিল
সৃষ্ট সুরমা নতুন পোশাক আতর সজ্জা।
**** শুভ ঈদ *****

ঈদের নামাজ পরবো সবই এক কাটারে শামিল হয়। চোখে শুর্মা নোটুন পোশাক অটোর থাকবে সারা গায়ে।

বাংলা ঈদ উল আযহা এসএমএস শুভেচ্ছা 2022

সন্ধ্যা বেলায় কান পেতে শুনি
ঈদের বার্তার প্রতিধ্বনি
ঠিক পথে রাতের অন্ধকারে
আনমনা এই মন আমার
শেষ হৃদয়ে সুপ্ত বাসনায়
প্রেম চাই তোমার,
ভালোবাসি শুধু ভালোবাসি
চাঁদের ন্যায় দ্রুত তোমার হাসি
আমার মনের আঙ্গিনা আলোচনা
তোমার পদ চারণা
কথা বিশ্বাসী সানি
ভুলতে পারবো না।
*** ঈদ মোবারক ***

যেখানে রামধনু সাত রঙ নিয়ে
স্বপ্নগুলো দেয়
কল্পনার তুলির আলতো ছোঁয়া
যেখানে গল্পগুলো পথ খুঁজে পায়
ঘুরতে হয়না গোলক ধাঁধায়,
যে পথের ঠিকানা
তত্ত্বর মুহুর্ত বাঁধে বাঁসা
সেই পথে রায় ঘোষণা
হৃদয় ভরা ঈদের অগ্রিম জনপ্রিয়
>>> অগ্রিম ঈদ মোবারক<<<

চাঁদনি রাতের চাঁদের ছোঁয়া
লাগুক তোমার আমারে
তোমার জীবন ভোরে উঠুক
ঈদের কথার গান,
তোমার ঈদ ভালো কাটুক
আমি দোয়া করি মনে
ঈদের শুভচ্ছা ও ঈদ মোবারক
**** ঈদ মোবারক ****

বন্ধু তুমি আমার প্রিয়
তুমি ছাড়া আমার কেহ না
পছন্দ আসর আসমানী রূপ
আপন মনে সীমান্ত।
ছোটো ছোটো স্বপ্নগুলো
ইচ্ছা ঘুড়ি হতে চাই,
এক ফালি চাঁদ পাখি হওয়া
ঈদের অগ্রিম বার্তা দিতে চান
~~ অগ্রিম ঈদের শুভেচ্ছা ~~

নাচো মানুষকে তালে গাও ভোটরগীত
বছর নতুন আবারও এলো মহান ঈদ
মনের ঢোলক বাজেতে ঝলক
সবার আগে জানাই তোমায় ঈদ মোবারক
*** ঈদের অগ্রিম জনপ্রিয় ***

রহমতের পরিস্থিতি স্থায়ী নিয়া অবিরত
মাগফিরাৎ নাজাত এই গুণহাগার কত শত
খোদা ঠিকঠাকই সালাম
তোমার রহমতে আবার আল্লাহর ফিরে পেলাম
** ** অগ্রিম ঈদ *****

দুচোখের তারায় চাঁদের
চোঁয়া যেমন আছে
চাঁদের আলোতে
মন লাগাতে খেলতে
এসো আজ ভেসে যায়
চাষের খাবারে,
**ঈদ মোবারক**

বাংলায় চাঁদের রাত মোবারক এসএমএস স্ট্যাটাস

আমাদেরছি ঈদের রাত বরকতময়
এই রাতের সব প্রার্থনা মঞ্জুর হয়
ইড্ডয়নে যেনো করো মুখ থাকেনা মলিন
প্রতিদিন
ঈদের অঢেল ব্যাপার কিছু কম বেশি
যেনো ভাগ পায় পার্টি সকল
ভয় পাওয়া এ টুই চাওয়া আজ এই রাত
*** শুভ মোবারক ***

আকাশে চাঁদতে পানি
মনে মনে মনে মনে মনে মনে মনে ধরেছে
কালকে মিলন মিলন
ভাগার ভাগ করতে হবে
এই স্থায়ী অপেক্ষায়

আকাশ আলো চাঁদ করে
ইলি মাহফিল দেখো জমে আমাদের
দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া সব পাড়াতে
রাতের ঈদের আজকে রাত
*** মোবারক ***

রমজা রোযার লাভ এলো কর্তনের যোগ
জলে জাগে মধুর আশা আসে গীত
তোমার জন্য আমার কাজে লাগবে মাখামাখি
এই অপেক্ষা করতে চলতে চলতে চলতে চলতে,
** ঈদ মোবারক **

অনেক অনেক অনেক মুবারক ভাই
বাঁকা চাঁদ চাঁদ দেখা গেছে কুলি গায়
চারি দিকে কাপড়ের ছোয়া রঙ বাহারি সাজ
এক কাতারে সামিল হওয়া পড়বো ঈদের নামাজ,
***>> ঈদ মোবারক <<***

রাগ অভিমান আর দুঃখ ব্যাথা
সব কিছু যেতে যেতে
হাসি আনন্দের আনন্দ
মানব দেবো আদর দিয়ে
জাত ভেদাভেদ গরীব দুঃখী
সকলে
সবার জন্য দুয়া করি
হে আল্লাহ তুমি প্রমান
দেখবো বনপাড়া অংশ
কে আছে অনাহারে
নিজের খাবার তাদের সাথে
খাবো ভাগাভাগি করে
হাসি দেওয়া কিছুক্ষণ
ভরে থাক সব মন
***+++ ঈদ মোবারক+++****

রাগ অভিমান আর দুঃখো ব্যাথা, সব কিচু ভুল গিয়ে, হাসি মুখে ঈদের আনন্দ,
চোরিয়ে দেবো আদর দিয়ে, যত বেদেভেদ গরিব দুঃখি, সোকোলে হক সোমান, সবর জোন্নো দুয়া করি,
হে আল্লাহ তুমি তার প্রমান, দেখবো ঘুরে পাড়া জুরে, কে আছে অনহারে, নিজের খবর তদের সাথে,
খাবো ভাগ ভাগি কোরে, হাসি খুসি দিয়ে প্রতিতি খোঁ, ভোরে ঠক সবর সোম।
### ঈদ মোবারক ***

চাঁদ রাত সব এসেছে
শহর থেকে নিজস্ব
কতো আমোদ প্রমোদ
মা বাবা বোন আর ভায়ে
মধুর মানুষ ঈদের ঈদ
অনেক মজা করে
ঈদ গা থেকে পালিত
যায় পরশির তৈরি
**** ঈদ মোবারক ****ঈদের আকাশ চাঁদ দূরত্ব
কেনো পুলিশসূচি কর বাঁকা সে
আজ গ্রুপ তার কোন দাগ নাই
সালাম নিওর ঈদ মোবারক জানাই

**** ঈদ মোবারক ****

চাঁদ রাত দুনে আসে না ঘুম
রাজ্য রাজ্য সাজের পোশাক ধূম
চাঁদ রাত নয় শুধু হাসি খেলা
সবচেয়ে ভাল কাজ ইবাদত করা
ইবাদত করে যারা সকাল রাত
প্রশাসন তারা আছে একর খবর
এরাতের সব দোয়া কবুল হবে
ভয়ের কাছে মনের কথা সজ্জি

আমার নোয়নের নয়ন নীলে
দেখবে যখন দুচোখ মেলে
তোমায় আমি ভালো বেসেছি
নির্জনে অবসরে,
** *ঈদ মোবারক* **

ঈদের নামাজ হবে ঈদের খাবার
মুখরিত হবে মাঠ তাকবীর পাঠে
সকলের প্রশংসা হাসির ঝলক
কোলাকুলি করে বলিতে ঈদ মোবারক
***** শুভ ঈদ মোবারক ******

ঈদের নামাজ হবে ঈদের মাঠ
মুখোরিতো হবে গণিত তাকবীর পথে
Sokoler chokhe mukhe hasi khushir jholok
কোলাকুলি কোরে বলি ঈদ মোবারক
******### ঈদ মোবারক @@@******

আমার ঘর অঙ্গিনাতে চাঁদের ছায়া সংসদ
আপনার ঘর জানালাতে চাঁদ উঁকি
আমার দেহ তোমার মনের পরশে লেগেছে
আমার আকাশে তোমার নাম লেখা আছে
+++++ ঈদ মোবারক ++++ ঈদ মোবারক

চারি দিকে আজ কৃষক জোয়ার
মনে মনে মনে একা একা হবে,
আজ নেই ভেদাভেদ কে গোলাম
আর কে ব্যাখ্যা,
বুকে বুকের মিল,
মন হবে কাবা আর দেবে মসজিদ
***>>> ঈদ মোবারক ***<<<

ঈদ মুবারক ঈদ মুবারক
এলো বছর,
সর্বাত্মক উচ্ছাসিত
ইদুল ফিতর নামটি ধরে,
তিরিশ রোজার শেষের তারিখ
ইদুল ফিতর হয়
প্রভাত কলে গোসল সেরে
ঈদের জন্য বয়,
শুরু হয় ঋণ লগ্ন
আনন্দ পূর্বের,
ঈদের দিন আবার
একটি বছর পরে।
“ঈদ মোবারক বন্ধুরা”

গরীব ধনী সবার জন্য আজকের এই ঈদ
ছোট বড়ো সকলের বিস্তার পড়ুক প্রীত
মিল মহবত আসুক এই ঈদের ঈদ
তাদের থেকে বন্ধুরা জনে
আজকের দিনের মনের সব পাপ শব্দ
****@ @ মোবারক @@****

Gorib dhoni sobar jonno ajker ei eid, Choto boro sobar majhe choriye poruk preet, Mil Mohabbat Ashuk ei Ider Dine, Shotru theke bondhu hok jone jone, Ajker dine moner sob pap duye jak.
******* ঈদ মোবারক******

হোয়াটসঅ্যাপের জন্য ঈদের বিশেষ বাংলা স্ট্যাটাস

নতুন আতরের গন্ধ শ্রাবে
সুন্দর থাকবে সুরমার সাজ
ঈদে গাঁতে খাবার খেতে হবে
কোলাকুলি বন্ধু আজ
সব কিছু পাসওয়ার্ড এসো বন্ধু
সহজ পথ
দুঃখে দুঃখে ভালোবেসে
হৃদয়ের সাথে হৃদয়ের কথা বলা
******## ঈদ মোবারক ##********

নোটুন আতোরে গন্ধ চোরবে, চোখে থাকবে সুরমার সাজ, ঈদের গানেতে হবে ঈদের নামাজ, কোলাকুলি করব বন্ধু আজ, সব কিছু ভুলে এসো বন্ধু পাস, এক সাথে হক পথ চোলা, দুঃখে সুখে ভালবেসে, হৃদয় কোথার।
****** ঈদ মোবারক ******

আজ প্রেমের গাছে ফুল ফুটেছে
হিংসার অবসান হবে
আজকে আমরা মানুষ গাইবো
ঈদের জন্য গান,
*** ঈদ মুবারক বন্ধু ***

ঈদের আনন্দ অনেক
নিয়মিতভাবে এ মধুর রাত
কাল ঈদের জন্য দিন
আজবাসী দেখো চাঁদ,
চাঁদ আকাশ চাঁদ দেখা যায়
ঈদের অগ্রিম ভালো জানাই।
**>>> ইদ মোবারক বন্ধু**

Sokol Badha Bipotti Katie Eid Hoye Uthuk Anander Eid, Naiba holo dekha priyojoner sathe, hokna kotha mone mone kingba Fb e, covid 19 ba corona mohamari roger moto Bipotti sesh hok, sokole sustho thakun bhalo thakun. জীবন হয় উঠুক মনের ও মধুর। ঈদের বার্তার মোধ্যে দিয়ে সুরু হক একরাশ সুখের শুভ শুভনা।

আপনি যদি SMS বার্তা পড়তে পছন্দ করেন, তাহলে এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের ওয়েবসাইটে আরও নতুন পোস্ট বা ঈদের বার্তা দেখতে চান তবে দয়া করে নীচে একটি মন্তব্য করুন। আমাদের ওয়েবসাইটে আমাদের আরও অনেক নতুন ঈদের ছবি এবং এসএমএস বার্তা রয়েছে, তাই প্রায়ই আবার চেক করতে ভুলবেন না! আমাদের পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!

Extra Job You Can See From https://jobsholders.com/

Saptahik Chakrir Khobor Potrika 26 Nov, 2021 Weekly Job Newspaper
Biovista Bangladesh Ltd Job Round
Christian Service Society (CSS) Job Round
Audit Officer Job Round
Bangladesh Agricultural Growth Company (BADC) Job Round 2021
BSRM Group Job Round
Petrobangla Job Round
BDG-Magura Group in job round
Good Neighbors Bangladesh Job Round
Job Round Higher Division Assistant
Chittagong Port Authority Job Round 2021
Metropolis Group Job Round.
Minister Hello-Tech Park Electronics Ltd Job Round
Dhaka Senanibash Jobs Round
Mongla Port Authority MPA in job round
Biman Bangladesh Airways Ltd Job Round
Visitors Inspector Job Round
STANDARD GROUP job round
Workplace of Tax Commissioner Job Round
Care-Field Restricted jobs round
Advert-din Prescribed drugs Ltd Job Round
DASCOH FOUNDATION Job Round
Job Round Akij Group-career.akij.internet
Payra Port Authority printed a Job Round.
Akij Meals & Beverage Ltd Job Round
Job Round Visitors Inspector
Nasir Group of Industries Job Round.
Renata Restricted Job Round
Olympic Cement Ltd printed a Job Round
Profession Alternative at SQUARE GROUP
Notice: Personal Firm in Bangladesh. Financial institution Jobs Outcomes. Authorities Jobs Outcomes. Authorities jobs in Bangladesh. Financial institution jobs in Bangladesh. NGO jobs in Bangladesh. Personal jobs in Bangladesh. Half-time jobs in Bangladesh. Advertising and marketing jobs in Bangladesh, IT Heart jobs in Bangladesh. Pharma jobs in Bangladesh.

We belief that our distributing information helps the exercise searchers who’re discovering a superior employment. We likewise share slanting property for learner uniquely who’s re-expanding their perception

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button