Credit Officer job Circular
Ambala Foundation Job Circular 2024 has published from its official website and bd jobs portal website. Their authority new vacancy notice. career opportunity. admit card download. exam result at https://jobsholders.com. Non-government bank jobs are very attractive jobs here for all unemployed people. Ambala Foundation jobs convert to an image file.
You know https://jobsholders.com published all jobs circular. Ambala Foundation job circular publish now. Those Who wants to join this requirement can apply on this circular. We publish all information of this job. We publish Ambala Foundation Job circular on our website. And get more gov and non-govt job circular in Bangladesh on our website.
Post Name: See the circular
Vacancy: N/A
Published on: 10 Oct, 2024 | Application Deadline: 25 Oct, 2024 |
Salary: Negotiable | Location: Anywhere in Bangladesh |
Description
Apply Instruction
Download & Details: Click Here
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদফতর এর নিবন্ধনভূক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহব্বান করা যাচ্ছে।
চাকরির দায়িত্বসমূহঃ
- মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা।
- বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের কাজ করা।
- সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা।
- কম্পিউটার পরিচালনা করতে পারা।
- সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
- সভা, সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে।
- শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ি কাজ করতে হবে।
চাকরির ধরনঃ
- ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ
- যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
চাকরির বয়সঃ
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থলঃ
বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন ও ভাতাঃ
শিক্ষানবিশকালে বেতন : ২৭,৩০০/- টাকা।
স্থায়ীকরণের পর বেতন : ২৯,৮৮৪/- টাকা।
উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স এলাউন্স, ইনসেনটিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে।
সুযোগ–সুবিধাসমূহঃ
১. সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
২. সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%) প্রদান করা হবে।
৩. সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে – ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৪০%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্রগ্রাম জেলার সকল শাখা ৩০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২০%।
৪. কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
৫. আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
৬. সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
৭. সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।
৮. বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে।
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহঃ
ক. ৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্বপালন করতে হবে।
খ. রেজিষ্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ,ডিএ প্রদান করা হবে না।
গ. চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
ঘ. প্রার্থীদের অবশ্যই নিজেস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেল এর ক্ষেত্রে গাড়ীর বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
ঙ. পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
চ. প্রার্থীদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
ছ. অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের নিয়মাবলীঃ
- আগ্রহী প্রার্থীগন আগামী ১৯ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে bdjobs.com সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।
- অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীগনকে পরীক্ষায় অংশগ্রহনের সময় নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি ও সকল পরীক্ষা পাশের সনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ পত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্নীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
- শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত/বাতিল করার সকল অধিকার RRF সংরক্ষণ করে।
Company Information