Gana Unnayan Karma (GUK) published a Job Circular

Gana Unnayan Kendra (GUK), a community led non government organization was established in 1985 in Gaibandha district. Presently Gana Unnayan Kendra (GUK) has been working in Gaibandha, Rangpur, Nilphamari, Kurigram, Dinajpur, Bogra, Joypurhat, Kushtia, Panchagarh and Lalmonirhat districts. The organization has gained well reputation and achieved notable changes in development, particularly in the area of Livelihood Improvement, Education for Children, Gender Equality, Women Empowerment, Human Rights and Disaster Risk Reduction & Climate change through various development projects. Over the period of time, altogether approximately 45,000 families came out from extreme poverty situation through financial and technical support of GUK. Besides, approximately 120,000 families are directly involved at present in different interventions of the organization.

You know https://jobholders24.com/ published all jobs circular. As a result, Gana Unnayan Karma (GUK) Circular published now. Those Who wants to join this requirement can be applied by this circular. We also will be published all information of this job. We also will be published Gana Unnayan Karma (GUK)Job and more Got and non-govt job circular in Bangladesh.

Published on: 14 Sept, 2020

Application Deadline: 30 Sep 2020

Vacancy: 02

[box type=”success” align=”” class=”” width=””]এলাকা ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)[/box]

Description

    বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়নাধীন `লাইভলিহুড মাইক্রোফাইন্যান্স কর্মসূচি`র উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Educational Requirements

  • ন্যূনতম স্নাতক, ক্ষুুদ্রঋণ কর্মসূচিতে PKSF- এর সহযোগী সংস্থায় এলাকা ব্যবস্থাপক হিসেবে ৫-৬ টি শাখা পরিচালনার ন্যূনতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

Experience Requirements

  • At least 3 year(s)

Additional Requirements

  • Age at most 45 years

Job Location

কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, রংপুর, লালমনিরহাট

Salary

    Tk. 30000 – 45000 (Monthly)

Jobs Source: online

Apply Instruction

আগ্রহী প্রার্থীগণকে আগামী সেপ্টেম্বর ৩০, ২০২০ তারিখ বিকাল ৫ টার মধ্যে উল্লেখিত স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়; নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ী নং-৯, সড়ক নং-১/বি, বনানী, ঢাকা-১২১৩ এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

সুযোগ-সুবিধা ও শর্তাবলী :
শিক্ষানবীশ কাল (৬ মাস) শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ২টি বার্ষিক ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি এবং ফ্রি আবাসন/আবাসন ভাতা) প্রদান করা হবে।
মোটরসাইকেলের জ্বালানি খরচ ও মোবাইল বিল প্রদান করা হবে।
প্রার্থীদের বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার বিষয়ে MS-Word এবং MS-Excel সম্পর্কে ধারণা থাকতে হবে । প্রার্থীদের মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে।
সকল পদের কর্মস্থল হবে সংস্থা`র কর্মএলাকা (গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাট ও বগুড়া)।
প্রার্থীদের টাকা ২০,০০০ জামানত (ফেরতযোগ্য) হিসেবে নিয়োগের সময় জমা করতে হবে।
দরখাস্তের সাথে সকল পদের জন্য হিসাব নং- Gana Unnayan Kendra (HRDM)-SND-41-182, উত্তরা ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখা অথবা হিসাব নং- Gana Unnayan Kendra (HRDM)-SND-003000105, সোনালী ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখা”-এর অনুকূলে ৩০০ টাকা জমা সাপেক্ষে ডিপোজিট স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

স্বাক্ষর / অস্পষ্ট
(এম. আবদুস্ সালাম)
নির্বাহী প্রধান

Company Information

গণ উন্নয়ন কেন্দ্র (GUK)

Address : গণ উন্নয়ন কেন্দ্র, নশরাতপুর, গাইবান্ধা-৫৭০০

Web : www.gukbd.net

Note:

Private Company in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button