এ বছরেই সরকারি চাকরিতে বিভিন্ন পদে নিয়োগ হবে ৩ লাখ

সরকারি চাকরিতে ২০ লাখ ৫০ হাজার ৮৬১ পদের মধ্যে শূন্য রয়েছে তিন লাখ ৯৯ হাজার ৮৯৭টি।

এসব শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির পদ রয়েছে ৪৮ হাজার ৭৯৩, দ্বিতীয় শ্রেণির ৬৫ হাজার ৮৩, তৃতীয় শ্রেণির ২ লাখ ৬ হাজার ৭৬০ এবং চতুর্থ শ্রেণিতে ৭৯ হাজার ২৬১টি।

এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে প্রায় ৫০ হাজার অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

এসব শূন্যপদে নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ বলেন, বর্তমানে শূন্যপদগুলো পূরণে উদ্যোগ নেয়া হয়েছে।

ইতিমধ্যে শূন্যপদে লোক নিয়োগে বিভিন্ন সময়ে জারি করা পরিপত্রের নির্দেশনা কার্যকর করতে সচিবদের বলা হয়েছে।

প্রথম শ্রেণির পদ বাদে অন্য যেসব পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হবে, সেসব পদে এভাবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।

এসব শূন্যপদের মধ্যে পুলিশে ৫০ হাজার লোক নিয়োগ দেয়া হবে। এ ছাড়া আনসার-ভিডিপি, বিজিবি ও দমকলসহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেয়া হবে ৫ হাজার লোক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব বাহিনীর শূন্যপদের তালিকা দেয়া হলে কাজ শুরু করবে সংশ্নিষ্ট দফতরগুলো।

দেশের শিক্ষা খাতকে ত্বরান্বিত করতে বিভিন্ন পদে প্রায় ৫০ হাজার লোক নিয়োগ করা হবে। এর মধ্যে ৫৯৭ সরকারি কলেজে প্রভাষকের প্রায় ৫ হাজার পদ শূন্য রয়েছে।

৪১তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রত্যন্ত এলাকার কলেজগুলোরও শূন্যপদ পূরণ করা হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে প্রায় ২৫ হাজার।

ইতিমধ্যে ১০ হাজার শূন্যপদের বিপরীতে নিয়োগের প্রক্রিয়া চলমান। বাকি ১০ হাজার শিক্ষক নিয়োগে শিগগিরই সার্কুলার দেয়া হবে।

এ ছাড়া পিয়ন ও দফতরি পদে প্রায় ৫ হাজার লোক নিয়োগ দেয়ার চিন্তাভাবনা রয়েছে।

পাশাপাশি প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে সরকারের।

আবার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সি হিসেবে আরও ৬৩ হাজার নতুন পদ সৃষ্টি হবে।

এদিকে স্বাস্থ্য খাতে প্রায় ৪০ হাজার ৮৯টি পদ শূন্য রয়েছে।

দেশের ব্যাংক সেক্টরেও চলতি বছরের মধ্যে প্রায় ১০ হাজার লোক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক।

শিগগিরই বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া ব্যাংকের বিভিন্ন পদে আরও পাঁচ হাজার লোক নেবে বলে জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও রেলওয়েতে ৬০ হাজার পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের জন্য নিয়োগ দেবে সরকার।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সমাজসেবা অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরসহ বিভিন্ন পদে ৫০ হাজার লোক নিয়োগ করা হবে।

Source: bangladeshtimes

In the government service, there are 3 lakh 3 thousand 5 thousand vacancies out of 20 lakh 1 thousand 5 posts.

Of these vacancies, the rank of first class consists of 1 thousand 5, second class 3 thousand 5, third class 2 lakh 5 thousand 5 and fourth class 4 thousand 20.

About 3,000 temporary and ad hoc posts will be appointed for the third and fourth grade posts.

Regarding the appointment of these vacancies, Secretary of the Public Administration, Fayez Ahmed, said that initiatives have been taken to fill the vacancies.

In the meantime, secretaries have been asked to implement the circular directives issued at different times for the recruitment of vacant posts.

Except for the first class posts, the other posts will be appointed on ad hoc basis, thus the appointment process is being finalized.

Out of these vacancies, 5,000 people will be appointed to the police. Besides, 3,000 people will be deployed in different forces including Ansar-VDP, BGB and firearms.

Given the list of vacancies of these forces from the Ministry of Home Affairs, the concerned offices will start work.

About 5,000 people will be appointed in various positions to accelerate the country’s education sector. Of these, there are about 4,000 vacant posts of lecturer in six government colleges.

Vacancies will also be filled for colleges in remote areas through the 5th Special BCS. In addition, the primary teacher will be appointed about 20 thousand.

Already, the process of hiring against 4,000 vacancies is underway. Circular will be given soon to recruit the remaining 5,000 teachers.

In addition, there are plans to hire around 5,000 people in the pion and office posts.

The government has also promised to appoint one accounting officer in each government primary school.

Again, the Department of Primary Education has recommended the creation of assistant head teachers in primary schools. There will be another 5,000 new posts as C.

Meanwhile, in the health sector, about 5 thousand 5 terms are vacant.

Bangladesh Bank will employ around 5,000 people in the country’s banking sector this year.

Appointment notification will be published in various posts soon. In addition, more than 5,000 people are said to be taking various positions in the bank.

Thousands of posts are vacant in the Food Ministry, Agriculture Ministry and Railway. The government will appoint them to fill these positions.

In addition, 5,000 people will be appointed in various positions, including the National Board of Revenue (NBR), the Directorate of Social Services, the Directorate of Youth Development, the Bureau of Statistics, the joint venture companies and firms of the Ministry of Commerce, the Directorate of Relief and Rehabilitation.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button