Manabik Shahajya Sangstha (MSS) Job Circular

Manabik Shahajya Sangstha (MSS), a national level non-government organization, started its mission to stand by the distressed people with humanitarian aid when the country was hit by a massive flood in 1974. Having an organizational shape in 1977, MSS redirected its focus to poverty alleviation and empowerment of the poor, especially the urban and rural women of Bangladesh. Thereafter, MSS started health and population services in 1982; an integrated savings and credit program for the urban poor in 1984 which has since become sustainable. MSS was again in the front line when focus of development shifted to building democratic societies and promoting good governance.

You know  https://jobsholders.com published all jobs circular. Manabik Shahajya Sangstha (MSS) job circular publish now. Those Who wants to join this requirement can apply on this circular. We publish all information of this job. We publish Manabik Shahajya Sangstha (MSS) Job circular on our website. And get more gov and non-govt job circular in Bangladesh on our website.

[highlight color=”black”]Post Name: প্রশিক্ষণার্থী শাখা হিসাবরক্ষক [/highlight]

Published on: 24, Nov 2023

Application Deadline: 20 Dec 2023

Vacancy: N/A

Description:

  • শাখার দৈনিক নিয়মিত হিসাব যেমন দৈনিক আদায় রেজিষ্টার, কর্মীদের দৈনিক আদায় সীট মোতাবেক আদায়কৃত ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা; দৈনিক ঋণ বিতরণ ও বিতরণকৃত ঋণের সংশ্লিষ্ট ডকুমেন্ট লিপিবদ্ধ ও সংরক্ষণ করা, MIS ও AIS পোষ্টিং দেয়া;
  • ক্যাশ বুক, জেনারেল লেজার, জার্নাল, ভাউচার, ক্যাশ ও ব্যাংক লেনদেন, রেওয়ামিল, নগদ গ্রহণ ও প্রদান হিসাব, আয়-ব্যয় হিসাব, ব্যালেন্স সীট, এবং সংশ্লিষ্ট সকল সাব-সিডিয়ারী রেজিষ্টার সংরক্ষণ ও লিপিবদ্ধ, প্রয়োজনীয় প্রতিবেদন তৈরী ইত্যাদি কর্মকান্ড সম্পাদন করতে হবে;
  • দৈনন্দিন, সাপ্তহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরী করে প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক প্রেরণ করা;
  • শাখার কর্মএলাকায় অবস্থিত কেন্দ্রের সদস্যদের ত্রৈমাসিক পাশ বই ও দৈনিক আদায় সীট ক্রস চেক করায় সহায়তা করা এবং কোন অসঙ্গতি পাওয়া গেলে তা শাখা ব্যবস্থাপক অথবা উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করা;
  • কোন কর্মীর অনুপস্থিত অথবা অসুস্থতাজনিত কারণে প্রয়োজনে উক্ত কর্মীর যাবতীয় দায়িত্ব হিসাবে মাঠ থেকে ঋণ ও সঞ্চয় আদায় করে পরবর্তী কাজ সম্পাদন করা;
  • এমএসএস-মহিলা ঋণদান কর্মসূচির সংশ্লিষ্ট সকল বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করা;
  • শাখার সকল আর্থিক তথ্য ও প্রশাসনিক প্রক্রিয়া ব্যাপারে পর্যালোচনা, প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ বা ফীডব্যাক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা;
  • শাখার বাড়ী ভাড়া প্রদান/বাড়ী ভাড়া গ্রহণ ও ভ্যাট/ট্যাক্স কর্তন ইত্যাদি প্রক্রিয়া সম্পদান করা
  • ঋণ বিতরণ ও ঋণ আদায়/বিভিন্ন সঞ্চয় আদায় ও সদস্য উত্তোলন ইত্যাদি কর্মকান্ড সম্পাদন করার সময় যথারীতি নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা;
  • ঋণের জন্য শাখা কর্তৃক দাখিল কৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই করা এবং সংশ্লিষ্ট কাগজ পত্র যাচাই করা;
  • শাখা ব্যবস্থাপক/এরিয়া ম্যানেজারের পরামর্শ মোতাবেক প্রত্যেক মাসের বেতন/বোনাস, ফিল্ড ট্রিপ ইত্যাদি সম্পাদন করার পর যাচাই বাছাই করে বিধি মোতাবেক স্টাফদেরকে প্রদান করা;
  • হাজিরা খাতা, ছুটির দরখাস্ত ও রেজিষ্টার যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ করা;
  • শাখার বাজেট তৈরী করা;
  • ম্যানেজমেন্টকে দৈনন্দিন সঠিক তথ্য সরবরাহ করা;
  • নিয়মিত ষ্টোর ব্যবস্থাপনা নিশ্চিত করা;
  • কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।

Educational Qualification:

  • বানিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর

Additional Requirements

  • Age at most 32 years
  • Both males and females are allowed to apply
  • শিক্ষানবিশকাল ৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে
  • সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে
  • কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • যোগদানের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষে মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় কর্তৃক দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে
  • চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা নির্দিষ্ট সময়ান্তে সংস্থা ত্যাগকালে সংস্থায় প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে।
  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

Job Location

বাংলাদেশের যেকোনো স্থানে

Salary

  • শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ১৬,০০০-১৭,০০০ টাকা।এবং স্থায়ীকরণের পর ২২,০৭২-২৩,১৭৯ টাকা।

Compensation & Other Benefits

  • চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস ও ইনসেনটিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/মটর সাইকেলের সুদবিহীন ঋণ, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। চূড়ান্ত নির্বাচিত নারী প্রার্থীদের পার্শ্ববর্তী উপজেলায় এবং পুরুষ প্রার্থীদের পাশ্ববর্তী জেলায় পোস্টিং দেয়া হবে (সুযোগ থাকা সাপেক্ষে)

Jobs Source: online

Apply Instruction

আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ আবেদন আগামী ২০/১২/২০২৩ইং তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫” বরাবর হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

Company Information

Manabik Shahajya Sangstha (MSS)

Application Procedure for Manabik Shahajya Sangstha (MSS)

To apply for those circular applicants needs to collect application form and send it to their address after that, Applicants need to get the application form and have to fill up with all the requirements with the exam fee of of first post and others posts fee the payment will have to pay by the system they asked for within the deadline  2021. Otherwise it will be not applicable. Applicants need to send their from with 3 passport size photography and their educational certificates. After successfully applying the task they need to attend in the examination. And they have to select by the exam result. The conditions and details will be available the circular file.

Manabik Shahajya Sangstha (MSS) Job Circular 2023

To make career at the office of Manabik Shahajya Sangstha (MSS) applicants should apply for the job circular within the deadline they gave in their notice. The applicants requirements have given in the circular here. Read the job recruitment notice very carefully to apply for the job. To find every Manabik Shahajya Sangstha (MSS) job circular stay connected with our Facebook page and keep visiting our web page at https://jobsholders.com/. We always try to give you people all the 100% correct job news and notices. You guys can faith on us. Thank for being here.

Related Articles

Back to top button