Nawabenki Ganamukhi Foundation (NGF) Job Circular

Nawabenki Ganamukhi Foundation (NGF) Job Circular 2022 has published from its official website and bd jobs portal website. Their authority new vacancy notice. career opportunity. admit card download. exam result at https://jobsholders.com. Non-government bank jobs are very attractive jobs here for all unemployed people. Nawabenki Ganamukhi Foundation (NGF) jobs convert to an image file.

You know  https://jobsholders.com published all jobs circular. Nawabenki Ganamukhi Foundation (NGF) job circular publish now. Those Who wants to join this requirement can apply on this circular. We publish all information of this job. We publish Nawabenki Ganamukhi Foundation (NGF) Job circular on our website. And get more gov and non-govt job circular in Bangladesh on our website.

Post Name: শাখা ব্যবস্থাপক

Published on: 27 June, 2022

Application Deadline: 03 July, 2022

Vacancy: N/A

Description

নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সুদীর্ঘ ৩২ বছর যাবৎ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার উপজেলা সমূহে ক্ষুদ্রঋণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এ সনদ প্রাপ্ত (সনদ নং ০১৫১৯-০০৫৮৭-০০৩৪৫) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। বর্তমানে সংস্থার কর্ম এলাকায় চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় জরুরী ভিত্তিতে শুন্য পদে ২ (দুই) জন এবং প্যানেল তৈরীর জন্য জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত পদে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রঃ নং
পদের নাম, বয়স
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা
১.
পদের নাম: শাখা ব্যবস্থাপক

বয়স: ২১-৪০ বছর

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় নূন্যতম স্নাতক/স্নাতকোত্তর অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এমন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
  • কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
সর্বসাকুল্যে ২৫,০০০/-
চাকুরীতে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল খরচ, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাসহ চাকুরী বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শর্তাবলীঃ

  • প্রার্থীকে অবশ্য্ই মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • নিয়োগপ্রাপ্ত ব্যক্তির ৬ মাস শিক্ষানবীশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
  • আবেদকারীদের উপকুলীয় অঞ্চলের মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠির সাথে নিবিড়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা ৩ (তিন) কপি পাস পোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন হেড অব এ্যাডমিন এন্ড এইচআরডি, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আগামী ০৩.০৭.২০২২ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব হস্তে অথবা ডাকযোগে অথবা ই-মেইল: ngfhr502@gmail.com ঠিকানায় পৌঁছাতে হবে।
  • মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।
  • লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগ সংক্রান্ত  যে কোন বিষয়ে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

Company Information

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)

প্রধান কার্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button