দরবার শরীফে ওরস বন্ধ করতে বলায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে জখম

করোনা ভাইরাসের সংক্রামণের মধ্যে বগুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি মাজারের ওরস মাহফিল বন্ধ করতে বলায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে ওই মাজারের অনুসারীরা। খবর সময়ের কন্ঠস্বর।

জানা যায় গতকাল ২৫ মার্চ বুধবার রাত ১০ টার সময় বগুড়ার গোলগাড়ী এলাকায় শাহ্ সিরাজুল হক চিশতির মাজারে এ ঘটনা ঘটে। জানা যায় এই মাজারে প্রতিবছর মরহুম ভাষা সৈনিক গাজিউল হকের বাবা পীর সিরাজুল হক চিশতির মৃত্যুবার্ষিকীতে ভক্তরা এই বাড়িতে মাজারের পাশে নাচ,গান.জিকির সহ বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন।

খবর নিয়ে জানা যায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরশে বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভক্তরা আসেন । প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে জনসমাগম নিষেধ থাকার পর ও এ আয়োজন করে ফলে পুলিশ এসে দুই দফায় নিষেধ করে যায়। জননিরাপত্তার কারণে ওরস মাহফিল বন্ধ রাখার জন্য ও নিষেধ করে পুলিশ।

নিষেধ করার পর ও মাজারে ভক্তরা এসে এখানে ভিড় জমায় পরে রাত ৯ টার দিকে পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সটেক্টর নান্নু খান ও এএসআই জাহিদুল সেখানে যান। তারা গিয়ে আবারো অনুষ্ঠান করতে নিষেধ করেন । নিষেধ করায় ভক্তরা দরজা বন্ধ করে এই দুই পুুলিশ কর্মকর্তাকে বেদম মারপিট করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

পরে অরিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে হ্যান্ডমাইকে আত্নসর্মপনের আহবান জানান। তারপর রাত ১০ টার দিকে ভবনের বিভিন্ন কক্ষ থেকে অর্ধশতাধিক নারী পুরুষ বেরিয়ে আসেন। পুলিশ ভক্তদের মধ্য থেকে ২২ জন পুরুষকে আটক করে নিয়ে যায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button